Running Projects

বিজ্ঞানসম্মত উপায়ে স্পিরুলিনা চাষঃ ২০১০ সাল থেকে স্পিরুলিনা বিষয়ে ব্যাপক গবেষণা করা হয়। যার ফল স্বরুপ বর্তমানে সবচাইতে সহজ ও বিজ্ঞানসম্মত উপায়ে স্পিরুলিনা চাষ করা সম্ভব। 

অর্গানিক উপায়ে পাম তেল উৎপাদন ও বাজারজাতকরণঃ অর্গানিক উপায়ে বাংলাদেশে উৎপাদিত উৎকৃষ্ট পাম ফল  এবং তা হতে অর্গানিক উপায়ে পাম তেল উৎপাদন ও বাজারজাতকরণের কাজ টাঙ্গাইলে ২০১২ সাল থেকে চলমান এবং এ বিষয়ে দীর্ঘ ৯ বছর যাবত ব্যপক গবেষণা সম্পন্ন করা হয়েছে।  

অর্গানিক প্রোটিনঃ অর্গানিক উপায়ে উৎপাদিত মাছ, মাংস, দুধ, ডিমের সমাহার। হরমোন ও এন্টিবায়োটিক ছাড়া উৎপাদন করা হয়। 

অর্গানিক এগ্রো উদ্যোক্তাঃ  প্রজেক্ট ভিত্তিক কৃষি উদ্যোক্তা তৈরী ও বিষ মুক্ত খাদ্য উৎপাদন করা এর মূল উদ্দেশ্য।

অর্গানিক এগ্রো ট্রেনিং এন্ড রিসার্চ ইনিস্টিটিউটঃ উদ্যোক্তা প্রশিক্ষনে অংশগ্রহণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করুন এবং বিনা সুদে ঋণ সহায়তা গ্রহণ করুন। 

অর্গানিক হাট/সুপারশপঃ এখানে মূলত নিরাপদ , বিষমুক্ত, ভেজালমুক্ত, ও বিভিন্ন মাত্রার জৈব/অর্গানিক খাদ্য দ্রব্যাদি যথাঃ চাল, ডাল, আটা, ময়দা, তৈল, প্যাকেটজাত খাদ্যদ্রব্য ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যাদি পাওয়া যায়।  

অর্গানিক পেস্টিসাইডসঃ

Organic Medicine

ফেমাস হেলথ কেয়ারঃ অপারেশন ছাড়া টেলিমেডিসিন চিকিৎসা এখন জনপ্রিয়। ইউনিয়ন ভিত্তিক প্রতিনিধি ও শাখা অনুমোদন চলছে। 

অর্গানিক সিটিঃ ঢাকার অদুরে একটি অর্গানিক সিটির মডেল তৈরী করা হয়েছে। যেখানে প্রাকৃতিক পরিবেশে আধুনিক সুযোগ সুবিধাসহ অর্গানিক মাছ মাংশ, দুধ, ডিম, শাকসবজি ও ফল উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণ করা হবে। 

অর্গানিক রিসোর্টঃ ভ্রমণ ও অবকাশ যাপনের পাশাপাশি প্রতি সপ্তাহে শিশুদের নৈতিক শিক্ষা, বয়স্কদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও সকলের জন্য ধর্মীয় ও জীবনাচরন শিক্ষা দেওয়া হয়।

আমার ভূমি আমার খামারঃ ৬ বছরের আম খাওয়ার টাকায় ৫ শতক জমি ক্রয় করুন, আর সারা জীবন বিষ মুক্ত নিরাপদ আম গ্রহণ করুন।

অর্গানিক কটেজঃ ১০ কাঠা জমি ক্রয় করুন, সারা জীবন বিষ মুক্ত শাক-সবজী, ফল ও মাছ-মাংস গ্রহণ করুন।